ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্জ্বলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
কুষ্টিয়ায় বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্জ্বলন মোমবাতি প্রজ্জ্বলন। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: বুদ্ধিজীবী দিবসে কুষ্টিয়ায় মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়ার উদ্যোগে শহরের এনএস রোডস্থ ‘স্বাধীকার থেকে স্বাধীনতা’ মোড়ালে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

পরে ১৪ ডিসেম্বর এর তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের কুষ্টিয়া জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, জেলা ওয়ার্কাস পাটির সাধারণ সম্পাদক কমরেড হাফিজ সরকার, জেলা বাসদের আহ্বায়ক কমরেড শফিউর রহমান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কনক চৌধুরী, সৈয়দা হাবিবা, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রধান খলিলুর রহমান মজু, উদীচির সাধারণ সম্পাদক অধ্যাপক গোপা সরকার, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক বিশ্বাস, এজাজ আহম্মেদ রিন্টু, মানবাধিকার কর্মী তাজনিহার বেগম, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ।

মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় সম্মিলিত সামাজিক আন্দোলনের সদস্য কারশেদ আলম।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।