ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ৭৫০ কেজি বিক্রি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
কিশোরগঞ্জে ৭৫০ কেজি বিক্রি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা শহরের বড়বাজারের গাজী মার্কেটে অভিযান চালিয়ে মা-বাবা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান থেকে উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ ৭০০ কেজি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

একইসঙ্গে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে এ অভিযান চালানো হয়। নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান।  

অভিযানকালে উপস্থিত ছিলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান ও কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট কাজী সুমনসহ র‌্যাব সদস্যরা।  

র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে মা-বাবা এন্টারপ্রাইজ নামে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ ৭৫০ কেজি পলিথিন জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠানটির মালিক মো. রাজিবকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান।  

লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।