ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ থেকে ১২ হাজার পোশাক শ্রমিক নেবে জর্ডান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
বাংলাদেশ থেকে ১২ হাজার পোশাক শ্রমিক নেবে জর্ডান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ পোশাক শ্রমিক নেবে জর্ডান। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

ড. মোমেন জানান, আগামী এক বছরে বাংলাদেশ থেকে ১২ হাজার পোশাক শ্রমিক নেবে জর্ডান। বোয়েসেলের মাধ্যমে এসব শ্রমিক রিক্রুট করা হবে। নিয়োগকারী প্রতিনিধিদল খুব শিগগিরই বাংলাদেশ সফরে আসবে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।