ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
গোপালগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বাসের নিচে চাপা পড়ে শাহারুল আলম ইরান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও অন্তত ৯ বাসযাত্রী আহত হয়েছেন।  

শনিবার (১৯ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার তুতবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ইরান গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের নূর জালাল মজুমদারের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, গোপালগঞ্জ শহর থেকে মোটরসাইকেলে করে সদর উপজেলার সুলতানশাহী গ্রামে ফিরছিলেন ইরান ও তার এক আত্মীয়। ঘটনাস্থলে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেল ও বাসের ১০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়। পরে বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শাহারুল আলম ইরান মারা যান। গুরুতর আহত ৯ জন গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

তিনি আরও জানান, নিহতের পরিবারের আবেদনের কারণে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।