ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অভিযানে মিললো ৭৫ কোটি টাকার সাপের বিষ, আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
অভিযানে মিললো ৭৫ কোটি টাকার সাপের বিষ, আটক ৬

ঢাকা: রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ ছয়জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

আটকরা হলেন- মাসুদ রানা (২৪), ছফির উদ্দিন শানু (৫০), তমজিদুল ইসলাম মনির(৩৪), আলমগীর হোসেন (২৬), ফিরোজা বেগম (৫৭) ও আসমা বেগম (৪২)।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণখানের মুন্সি সরণি সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ আল মামুন জানান, আটকদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে কাচের জারে রক্ষিত অবস্থায় বিপুল পরিরিমাণ সাপের বিষ পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ৭৫ কোটি টাকা। এছাড়া তাদের কাছ থেকে সাপের বিষ সংক্রান্ত সিডি এবং সাপের বিষের ম্যানুয়াল বই উদ্ধার করা হয়।

আটকরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। এছাড়া তাদের জিজ্ঞাসাবাদে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।