ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন বৃদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন বৃদ্ধ দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: বাংলানিউজ

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে বালুবাহী ট্রাকের সঙ্গে ট্রলির সংঘর্ষে শফিউদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চার জন।

 

এসময় দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাক ও ট্রলির ধাক্কায় ব্যাটারিটচালিত আরও দুই অটোরিকশার ক্ষতি হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শেরপুর-নালিতাবাড়ী মহাসড়কের রাজনগর সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ শফিউদ্দিন রাজনগর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক আহেমদ বকুল বাংলানিউজকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নালিতাবাড়ী থেকে শেরপুরগামী বালুবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় পাশ দিয়ে ও পেছনে আসা আরও দুই ব্যাটারিচালিত অটোরিকশা ওই ট্রলি ও ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে উল্টে যায়। উল্টে যায় বালুবাহী ট্রাকটিও। এতে আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফেরা অটোরিকশা যাত্রী রাজনগর গ্রামের বৃদ্ধ শফিউদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন অটোরিকশা চালকসহ আরও অন্তত চার জন। এর মধ্যে নালিতাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে তিন জনকে, চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরও একজন।

এদিকে দুর্ঘটনার পর নালিতাবাড়ী ও ঝিনাইগাতি উপজেলার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার তৎপরতা চালায়। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।