ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাজেক থেকে থানচি মাউন্টেন বাইক প্রতিযোগিতা শুরু সোমবার 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
সাজেক থেকে থানচি মাউন্টেন বাইক প্রতিযোগিতা শুরু সোমবার 

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে আগামী ২৮-৩০ ডিসেম্বর সাজেক থেকে থানচি পর্যন্ত বঙ্গবন্ধু ট্যুর-ডি-সিএইচটি এমটিবি চ্যালেঞ্জ-২০২০ মাউন্টেন বাইক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এ মহান নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে বঙ্গবন্ধু ট্যু-ডি-সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এছাড়াও পাহাড়ে নতুন মাত্রা সংযোজন, পার্বত্য চট্টগ্রামে অঞ্চলে অ্যাডভেঞ্চার ক্রীড়া পর্যটনকে অগ্রসর করা, স্থানীয় জনগোষ্ঠীকে মাউন্টেইন বাই-সাইকেলের সঙ্গে পরিচিত করা, আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা, নতুন প্রজন্মকে শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে সক্ষমতা বাড়াতে এ প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য বলে জানিয়েছে পার্বত্য মন্ত্রণালয়।

প্রতিযোগীরা সাজেক থেকে থানচি পর্যন্ত প্রায় ৩০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। ১ম দিন ২৮ ডিসেম্বর সাজেক থেকে রাঙামাটি চিং হলা মং চৌধুরী মারী স্টেডিয়াম, ২য় দিন ২৯ ডিসেম্বর রাঙামাটি চিং হলা মং চৌধুরী মারী স্টেডিয়াম থেকে বান্দরবান স্টেডিয়াম, ৩য় দিন বান্দরবান স্টেডিয়াম থেকে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতা শেষ হবে।

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টায় সাজেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য (এমপি) দীপংকর তালুকদার, কুজেন্দ্র লাল ত্রিপুরা, বাসন্তী চাকমা। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সফিকুল আহম্মদ।

আগামী ৩০ ডিসেম্বর বিকেল ৩টায় থানচিতে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হলা। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সফিকুল আহম্মদ।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন বাংলানিউজকে জানান, প্রতিযোগিতায় ১০০ জন অংশগ্রহণ করবে। স্থানীয় পর্যায়ে ৪৫ জন, জাতীয়/বিদেশি ৫৫ জন। সাত লাখ টাকা মূল্যের সমপরিমাণ পুরস্কার বিজয়ীদের মধ্যে বিতরণ করা হবে। চ্যাম্পিয়ন তিন লাখ টাকা, প্রথম রানারআপ দুই লাখ টাকা, দ্বিতীয় রানার আপ এক লাখ টাকা, বিশেষ পুরস্কার এক লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।