ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনী পৌরসভা নির্বাচনে আ’লীগের প্রার্থী চূড়ান্ত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
ফেনী পৌরসভা নির্বাচনে আ’লীগের প্রার্থী চূড়ান্ত  ফেনী পৌরসভা

ফেনী: ফেনী পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থিতা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। ফেনী পৌরসভার মেয়র পদে মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার রোববার (২৭ ডিসেম্বর) পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রার্থীদের নামসহ আওয়ামী লীগের সমর্থন নিয়ে যারা নির্বাচন করবেন তাদের তালিকা প্রকাশ করেছেন। এক বিজ্ঞপ্তির মাধ্যমে তা গণমাধ্যমকে জানানো হয়।  

ফেনী জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক আসন্ন পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডে আশরাফুল আলম গিটার, ২নং ওয়ার্ডে লুৎফুর রহমান খোকন হাজারী, ৩নং ওয়ার্ডে কোহিনুর আলম, ৪নং ওয়ার্ডে সাহাব উদ্দিন তসলিম, ৫নং ওয়ার্ডে জয়নাল আবেদীন লিটন, ৬নং ওয়ার্ডে আবুল কালাম, ৭নং ওয়ার্ডে বাহার উদ্দিন বাহার, ৮নং ওয়ার্ডে মফিজ উল্লাহ, ৯নং ওয়ার্ডের সাইফুল ইসলাম তানজিম, ১০ নং ওয়ার্ডে খালেদ খান, ১১নং ওয়ার্ডে গোলাম মেহেদি আলম চৌধুরী রুবেল, ১২নং ওয়ার্ডে হারুনুর রশিদ মজুমদার, ১৩নং ওয়ার্ডে নাসির উদ্দিন খান, ১৪নং ওয়ার্ডে নুরুল আলম দিদার, ১৫নং ওয়ার্ডে মাহবুবুল হক, ১৬নংওয়ার্ডে আমির হোসেন বাহার, ১৭নং ওয়ার্ডে মো. মানিক, ১৮নং ওয়ার্ডে সাইফুর রহমান।

আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২, ৩ নং ওয়ার্ডে হাসিনা আক্তার নিঝুম, ৪, ৫, ৬ নং ওয়ার্ডে জেসমিন আক্তার, ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সেলিনা চৌধুরী সেলি, ১০, ১১, ১২ নং ওয়ার্ডে ফেরদৌস আরা ঝর্ণা, ১৩, ১৪, ১৫ নং ওয়ার্ডে মঞ্জু রানী দেবী ও ১৬, ১৭, ১৮ নং ওয়ার্ডের ফেরদৌস আরা বেগম।

ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ড ও ৬ সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থিতা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ কে শহীদ উল্যাহ খোন্দকার।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
এসএইচডি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।