ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে এনভায়রনমেন্ট ক্লাব গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
গাজীপুরে এনভায়রনমেন্ট ক্লাব গঠন

গাজীপুর: পরিবেশ বিষয়ক সচেতনতা তৈরির লক্ষ্যে গাজীপুরে এনভায়রনমেন্ট ক্লাব গঠন করা হয়েছে। পরে পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পলিথিন ব্যাগ ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।



মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে  জেলা শহরের দক্ষিণ ছায়াবিথী এলাকায় গাজীপুর মেট্রোপলিটন কলেজে এ ক্লাব গঠন করা হয়।

ক্লাব গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার।

গাজীপুর মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন ইনস্টিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মুকছুদুর রহমান, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন ও পরিদর্শক দিলরুবা আক্তার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার বলেন, পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের এগিয়ে আসার মাধ্যমটি হলো এনভায়রনমেন্ট ক্লাব। যার মাধ্যমে নিজেরা শিখবে, অন্যদের শিখাবে এবং মানুষকে সচেতন করবে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।