ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহহীনদের জন্য পাকা ঘরের ভিত্তিপ্রস্থর স্থাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় গৃহহীনদের জন্য পাকা ঘরের ভিত্তিপ্রস্থর স্থাপন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আশ্রয়ন-২-প্রকল্পের আওতায় গৃহহীন ৩২টি পরিবারের জন্য পাকা ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।  

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় সদর উপজেলার জাঙ্গাল গ্রামে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

 

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কলাম ভুইয়া, সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলমসহ অনেকে।  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নেওয়া এ প্রকল্পের আওতায় সদর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামে পাঁচটি, সুলতানপুর ইউনিয়নের জাঙ্গাল গ্রামে আটটি, বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামে নয়টি ও মাছিহাতা ইউনিয়নের পাঘাচং গ্রামে নির্মিত হচ্ছে ১০টি ঘর।

দুই শতাংশ সরকারি খাস জমির ওপর এক লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট আধা-পাকা ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। আগামী ১০ জানুয়ারির মধ্যে ৩২টি ঘরের নির্মাণ কাজ শেষ হবে। এছাড়া বেসরকারি উদ্যোগেও গৃহহীনদের জন্য আরো ৩২টি ঘর নির্মাণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।