ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের শনাক্তে কমিশন গঠনের সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের শনাক্তে কমিশন গঠনের সুপারিশ

ঢাকা: বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে যেসব কুশীলবরা রয়েছে তাদের শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য একটি কমিশন গঠনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে এ সুপারিশ করা হয়৷ বিকেলে জাতীয় সংসদে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি আব্দুল মতিন খসরুর সভাপতিত্বে বৈঠকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, কমিটি সদস্য মো. শামসুল হক টুকু, মো. আব্দুল মজিদ খান, মো. শহিদুজ্জামান সরকার, গ্লোরিয়া ঝর্ণা সরকার, রুমিন ফারহানা, খোদেজা নাসরিন আক্তার হোসেন অংশ গ্রহণ করেন।

এ বৈঠকে ধর্ষণ মামলার ক্ষেত্রে ডিএনএ এবং মাদকাসক্ত নির্ণয়ের ক্ষেত্রে ডোপ টেস্টের জন্য পর্যাপ্ত সংখ্যক ল্যাব গঠনের বিষয়ে সুপারিশ করা হয়।

বিচারকার্য দ্রুততার সঙ্গে সম্পন্ন করার স্বার্থে পর্যাপ্ত সংখ্যক বিচারক নিয়োগের বিষয়ে বৈঠকে সুপারিশ করা হয়।

বৈঠকে আইন বিচার ও সংসদ বিভাগের দুই সচিব; জাতীয় সংসদ সচিবালয় ও এই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
এসকে/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।