ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৬৪ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৬৪ জনের মৃত্যু

ঢাকা: ২০২০ সালের ডিসেম্বর মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪০২টি। এতে ৪৬৪ জন নিহত এবং আহত হয়েছে ৫১৩ জন।

নিহতদের মধ্যে নারী ৭৬ জন এবং শিশু ৫১ জন।

একই মাসে ৫টি নৌ-দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। এছাড়া ১২টি রেলপথ দুর্ঘটনায় নিহত হয়েছে ১৯ জন, আহত ৪ জন।

রোববার (৩ জানুয়ারি) বিকেলে এবং সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। তারা ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

ডিসেম্বরে এককভাবে মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি প্রাণহানি ঘটেছে। ১৩৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ১৪৭ জন। এছাড়া বাসযাত্রী ১৮ জন, ট্রাকযাত্রী ১৩ জন, পিকআপ যাত্রী ১১ জন, লরি যাত্রী ৭ জন, ট্রাক্টর যাত্রী ৫ জন, মাইক্রোবাস যাত্রী ৯ জন, প্রাইভেটকার যাত্রী ৭ জন, সিএনজি চালিত অটোরিকশা যাত্রী ১২ জন, ইজিবাইক-অটোরিকশা যাত্রী ৬০ জন, নসিমন-ভটভটি-মাহিন্দ্র-বোরাক-টেম্পু যাত্রী ২৭ জন, টমটম-ভ্যান ৬ জন, বাই-সাইকেল আরোহী ৫ জন, রিকশা-রিকশাভ্যান যাত্রী ৯ জন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, পুলিশ সদস্য ও সেনা সদস্য, স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থী, চিকিৎসক, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছে।

দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ১১৭টি দুর্ঘটনায় নিহত ১৩৮ জন। সবচেয়ে কম রংপুর বিভাগে। ২০টি দুর্ঘটনায় নিহত ১৮ জন। একক জেলা হিসেবে টাঙ্গাইল জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এই জেলায় ১৬টি দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছৈ। সবচেয়ে কম পিরোজপুর জেলায় ২টি দুর্ঘটনায় একজনের প্রাণহানি ঘটেছে।

গত বছরের নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বর মাসে সড়ক দুর্ঘটনার সংখ্যা সামান্য কমলেও প্রাণহানির হার বেড়েছে। নভেম্বর মাসে ৪১৭টি দুর্ঘটনায় ৪৩৯ জন নিহত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
এইচএমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।