ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উত্তরায় অবৈধ আইএসপি প্রতিষ্ঠান সিলগালা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
উত্তরায় অবৈধ আইএসপি প্রতিষ্ঠান সিলগালা

ঢাকা: অবৈধভাবে ইন্টারনেট সেবা দেওয়ায় রাজধানীর উত্তরার ৯ নম্বর সড়কে অবস্থিত ইরটেল সার্ভিসেস লিমিটেড নামক ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি) প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম বন্ধ এবং নেটওয়ার্ক অপারেশন সেন্টার সিলগালা করে দিয়েছে বিটিআরসি।

রোববার (৩ জানুয়ারি) বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, কোনো প্রকার আইএসপি লাইসেন্স না থাকায় সংস্থার এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টরেট উত্তরা-পূর্ব থানার পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করে।


 
এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টরেটের সিনিয়র সহকারী পরিচালক কাজী মাঈনুল হাসান, সহকারী পরিচালক হাজ্জাজ হোসেন হেলাল, অভিরাম সাহা এবং উপ-সহকারী পরিচালক মো. রায়হান কবিরের সমন্বয়ে গঠিত পরিদর্শক দল এ অভিযানে নেতৃত্ব দেয়।
 
প্রতিষ্ঠান থেকে সেবাগ্রহণকারীদের লাইসেন্সধারী প্রতিষ্ঠান থেকে ইন্টারনেট সেবা নিতে বিটিআরসির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে লাইসেন্সবিহীন ইন্টারনেট সেবা প্রদানকারী ব্যক্তি/প্রতিষ্ঠানকে এরূপ কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।