ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উখিয়ায় ট্রাকচাপায় র‌্যাব সদস্য নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
উখিয়ায় ট্রাকচাপায় র‌্যাব সদস্য নিহত

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় তরিকুল ইসলাম নামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এক সদস্য নিহত হয়েছেন। এ সময় র‌্যাবের আরেক সদস্য গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের পালংখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মোটরসাইকেল আরোহী দুই র‌্যাব সদস্য উখিয়ার দিকে আসছিলেন। এ সময় টেকনাফগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে র‌্যাব সদস্য তরিকুল মারা যান। এ দুর্ঘটনায় আহত হয়েছেন র‌্যাবের আরেক সদস্য এএসআই কাউসার। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন।

কক্সবাজার র‌্যাব-১৫-এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বাংলানিউজকে জানান, হোয়াইক্যংয়ে র‌্যাবের অস্থায়ী কার্যালয় থেকে উখিয়ায় অভিযানে যান র‌্যাবের একটি দল। এদের মধ্যে অভিযানে মোটরসাইকেলে করে যাওয়ার সময় র‌্যাব সদস্য ল্যান্স নায়েক তরিকুল ইসলাম ও এএসআই কাউসারকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তরিকুল ইসলাম নিহত হন। আহত কাউসারকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তরিকুলের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।