ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

বগুড়ায় গাঁজা বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫২, জানুয়ারি ৫, ২০২১
বগুড়ায় গাঁজা বিক্রেতা আটক

বগুড়া: বগুড়ায় বিশেষ অভিযানে দেড় কেজি গাঁজাসহ শফিকুল ইসলাম (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

আটক শফিকুল ইসলাম গাইবান্ধার সাঘাটা উপজেলার বাজিতনগর এলাকার জিল্লুর রহমান বেপারীর ছেলে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে বগুড়া ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (৪ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে সোনাতলা উপজেলার শাহাবাজপুর এলাকায় অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা শফিকুলকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, আটক শফিকুলের বিরুদ্ধে বগুড়া সোনাতলা থানায় মাদক আইনে মামলা দায়ের করাসহ মঙ্গলবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
কেইউএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।