ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

বীর মুক্তিযোদ্ধা কর্নেল আবুল কাশেমের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০০, জানুয়ারি ৬, ২০২১
বীর মুক্তিযোদ্ধা কর্নেল আবুল কাশেমের মৃত্যু বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) মো. আবুল কাশেম/ ফাইল ফটো

ঢাকা: বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) মো. আবুল কাশেম ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মুক্তিযুদ্ধের সময় তিনি মেলাঘরে স্থাপিত হাসপাতালে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) মো. আবুল কাশেম দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. জহির রায়হানের আত্মীয়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এসএমএকে/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।