ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে কৃষক নিহত প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় জমির দখল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে মওলা বক্স (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে।

বুধবার (০৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত কৃষক মওলা বক্স উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাশিয়াহাটা গ্রামের আছাব আলীর ছেলে।

জানা যায়, উপজেলার কাশিয়াহাটা গ্রামের জামসেদ আলী সরকারের ছেলে গোলাম মর্তুজার সঙ্গে একই এলাকার আছাব আলীর ছেলে মওলা বক্সের দীর্ঘদিন ধরে ৯৩ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।  

এদিকে গত ১ জানুয়ারি সকাল ৯টার দিকে মওলা বক্স তার লোকজন নিয়ে বিবাদমান জমিতে হাল চাষ করতে যান। খবর পেয়ে গোলম মর্তুজা তাদের বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে মওলা বক্স মারা যান। এদিকে সংঘর্ষের ঘটনায় ১ জানুয়ারি উভয় পক্ষ ধুনট থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, জমির দখল নিয়ে সংঘর্ষে আহত মওলা বক্স চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মওলা বক্সের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।