ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গৃহহীনদের ঘর দিচ্ছেন রাজনীতিবিদ-আমলা-বিত্তবানেরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
গৃহহীনদের ঘর দিচ্ছেন রাজনীতিবিদ-আমলা-বিত্তবানেরা গৃহহীনদের জন্য নির্মাণ করা ঘর। ছবি: বাংলানিউজ

শরীয়তপুর থেকে ফিরে: 'জাতির পিতার জন্মশত বর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না' সরকারের এমন উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন রাজনীতিবিদ, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং বিত্তবান ব্যক্তিবর্গ। ইতোমধ্যে এসব ব্যক্তি সাড়ে ৬ হাজারের বেশি গৃহ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রতিশ্রুতি অনুযায়ী গৃহ নির্মাণও প্রায় শেষের পথে।  

সম্প্রতি আশ্রয়ণ-২ প্রকল্প এলাকায় সরেজমিনে দেখে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।  

আশ্রয়ণ-২ প্রকল্পের দেওয়া তথ্যমতে সারা দেশের বিভিন্নস্থানে গৃহহীনদের জন্য জনপ্রতিনিধিরা ২৮৯৬টি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তি উদ্যোগে ৯৯টি, বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তি উদ্যোগে ৬০৫টি, বিসিএস অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন ১১টি, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন ১০০টি, সরকারের ৮০ জন সচিব ১৬০টি, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা ২৮৬৮টি বাড়ি নির্মাণ করে দিচ্ছেন।  

সরেজমিনে দেখা যায়, মুজিববর্ষ উপলক্ষে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় সখিপুর থানার চরভাগা ইউনিয়নে ১৩টি গৃহহীন পরিবারকে পাকা ঘর বানিয়ে দিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। পানি সম্পদ উপমন্ত্রীর মায়ের নামে প্রতিষ্ঠিত আশরাফুন্নেসা ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ঘরগুলো উপহার দেওয়া হচ্ছে ১৩টি অসহায় পরিবারকে।  

ঘর বানিয়ে দেওয়ার বিষয়ে এনামুল হক শামিম বলেন, সবগুলো রুম ১০ ফুট জায়গায় বানানো হয়েছে। রুমগুলোতে ফ্যান, লাইট, কম্বল এবং বিছানা দিয়ে দিতে বলেছি। আমরা ঘরগুলো সুসজ্জিত করে দিচ্ছি, যেন তারা ঘরে এসেই ব্যবহার করতে পারেন।  

তিনি আরও বলেন, মুজিববর্ষ যেহেতু আগামী ডিসেম্বর পর্যন্ত, তাই এ বছরে আমরা আরও বেশ কিছু ঘর বানিয়ে দেব।  

ব্যক্তি উদ্যোগে গৃহহীনদের ঘর বানিয়ে দেওয়ার বিষয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক মোহাম্মদ মাহবুব হোসেন বলেন, আমাদের তথ্যমতে এ যাবৎ সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারিভাবে প্রায় সাড়ে ছয় হাজার পাকা ঘর বানিয়ে দেওয়ার জন্য অর্থের সংস্থান পাওয়া গিয়েছে। যারা এই উদ্যোগের সঙ্গে জড়িত হয়ে নিজের টাকায় ঘর বানিয়ে দিতে চান, তারা যেন জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন।
  
বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারিভাবে আশ্রয়ণ-২ প্রকল্প, গুচ্ছগ্রাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই তিন সংস্থা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারা দেশে প্রথম পর্যায়ে প্রায় ৬৬ হাজার ভূমিহীন এবং গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ করছে। এসব ঘরের কাজ ইতোমধ্যে প্রায় সম্পন্ন হয়েছে। জানুয়ারি মাসের মাঝামাঝি কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘরগুলো উপকারভোগীদের কাছে হস্তান্তর করবেন বলে প্রকল্প সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানা যায়।  

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
আরকেআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।