ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডোপ টেস্টে চাকরি হারালেন সার্জেন্ট আতাউর  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
ডোপ টেস্টে চাকরি হারালেন সার্জেন্ট আতাউর  

নওগাঁ: নওগাঁয় কর্মরত সার্জেন্ট আতাউর রহমানকে মাদক সেবনের দায়ে চাকরিচ্যুত করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) নওগাঁ পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সম্প্রতি সার্জেন্ট আতাউর রহমানের ডোপ টেস্ট করা হলে ফলাফল পজিটিভ আসে। এরপর তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। মঙ্গলবার (৫ জানুয়ারি) তাকে চাকরিচ্যুত করা হয়েছে।  

তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের মধ্যে কেউ মাদক সেবন করছেন কিনা তা জানার জন্য আমরা নিয়মিত ডোপ টেস্ট করে থাকি। নওগাঁয় এ পর্যন্ত ডোপ টেস্টে একজনের পজিটিভ এসেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।  

সরকারি চাকরিতে চূড়ান্ত নিয়োগের আগে স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এখন ডোপ (মাদকদ্রব্য) টেস্টও শুরু হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।