ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যমুনা নদীর গতি প্রবাহের ধরন ঠিক রাখার ওপর গুরুত্ব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
যমুনা নদীর গতি প্রবাহের ধরন ঠিক রাখার ওপর গুরুত্ব

ঢাকা: যমুনা নদীর গতি প্রবাহের ধরন এবং এ নদীর গতি প্রবাহ ঠিক রাখার ওপর গুরুত্ব দিয়েছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠকে এ গুরুত্ব দেওয়া হয় ৷ 

কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, এ কে এম এনামুল হক শামীম এবং সালমা চৌধুরী অংশগ্রহণ করেন।

এ বৈঠকে উত্তরবঙ্গে (রংপুর বিভাগে) প্রবাহিত নদীসমূহের খনন কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। বর্তমান শুষ্ক মৌসুমকে কাজে লাগিয়ে ২০২১ সালের মধ্যে এই নদীখনন কাজ দ্রুত শেষ করার সুপারিশ করা হয়।

বৈঠকে সিরাজগঞ্জ এবং জামালপুর জেলার মধ্যে প্রবাহিত যমুনা নদীর গতি প্রবাহের ধরন এবং এ নদীর গতি প্রবাহ ঠিক রাখতে যেসকল পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।