ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেঘনায় বাল্কহেডে ডাকাতের হামলায় আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
মেঘনায় বাল্কহেডে ডাকাতের হামলায় আহত ৪

চাঁদপুর: চাঁদপুরের মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডে ডাকাতদের হামলায় সুকানি ও শ্রমিকসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৬ জানুয়ারি) রাতে চাঁদপুরের মেঘনা নদীর মিয়ার চর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ডাকাতরা এ সময় বাল্কহেডে থাকা ৪০০ লিটারের দুটি তৈলের ড্রাম, দামি কাচি ও নোঙরসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

আহতরা হলেন, পটুয়াখালী জেলার গলাচিপা থানার চরবিশ্বাস গ্রামের জলিল পেধার ছেলে ও বাল্বগেটের সুকানি মিজান পেধা (৪২), একই গ্রামের রশিদ হাওলাদারের ছেলে শ্রমিক বাদল হাওলাদার (৫০), আব্দুল মোতালেবের ছেলে ফরহাদ হাওলাদার (২৩) ও চান মিয়া মুন্সির ছেলে রাকিব (২০)। এ ঘটনা পরে এরা সকলে গভীর রাতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসাসেবা নিয়েছেন।  

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে বাল্কহেডের সুকানি মিজান পেধা বাংলানিউজকে বলেন, তারা বুধবার দিন বালিবাহী বাল্কহেড নিয়ে পটুয়াখালী থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা দেন। রাত ৯টার দিকে তারা চাঁদপুরের মেঘনা নদীর মিয়ার চর এলাকায় আসলে ১০-১২ জনের একটি ডাকাতদল ইঞ্জিন চালিত ট্রলারে তাদের বাল্কহেডে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে তারা লাঠিসোটা ও দেশিয় অস্ত্র দেখিয়ে তাদের পিটিয়ে রক্তাক্ত জখম করে।

তিনি আরো বলেন, ডাকাতরা বাল্কহেডে থাকা ৪০০ লিটারের দুটি তৈলের ড্রাম, দামি কাচি ও নোঙরসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।