ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জমে উঠেছে খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন নির্বাচন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২১
জমে উঠেছে খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন নির্বাচন

খুলনা: খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন নির্বাচনের প্রচার-প্রচারণা জমে উঠেছে। পৌষের শীত ও হিমেল হাওয়া উপেক্ষা করে দিনরাত ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন প্রার্থীরা।

ভোটারদের সঙ্গে কুশল বিনিময়সহ ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। নির্বাচিত হলে শ্রমিকদের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। বয়রা, নূরনগর, রেলস্টেশন সংলগ্ন ট্রাক টার্মিনালসহ নগরের বিভিন্ন সড়ক প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের (রেজি নং-৬২২) ত্রি-বার্ষিক নির্বাচনের ৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২২ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই নির্বাচনের ভোটগ্রহণ চলবে। নির্বাচনে মোট ভোটার ৬ হাজার ৬৬৮ জন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। ৬ সদস্য নির্বাচন পরিচালনা কমিটির ভাইস-চেয়ারম্যান করা হয়েছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানাকে।

এছাড়া সদস্য সচিব হিসেবে রয়েছেন মোড়ল আনিসুর রহমান এবং সদস্যরা হলেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস ও মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী মো. সরোয়ার হোসেন, মো. রুহুল আমীন গাজী, মো. সেলিম হোসেন, মো. হালিম হাওলাদার ও মো. জাহাঙ্গীর হোসেন জুয়েল।

সহ-সভাপতি পদে ১৭ জন যথাক্রমে মো. জাহাঙ্গীর হাওলাদার, মো. ইউসুফ, মো. পলাশ, মো. মাহাবুব হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদার, মো. আলতাফ হোসেন, মো. আবুল হোসেন কার্ফু, মো. আ. মান্নান শেখ, পঙ্কজ কুমার দে, মো. ওয়াহেদুজ্জামান, বেল্লাল মাঝি, শেখ নূরল ইসলাম, নিজাম উদ্দিন শিকদার, মো. বাদল হাওলাদার, সুমন মোল্লা, মো. হুমায়ুন কবির ও মো. সাইদ শেখ।

কার্যকরী সভাপতি পদে মো. বাবুল খলিফা, মো. হাবিবুর রহমান, মো. আলমগীর ব্যাপারি, মো. আবু বক্কর সিদ্দিক, আ. বারেক ফারাজী ও এস এম আলমগীর হোসেন (বাবলু)।

সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক সহ মোট ৩ জন লড়ছেন। এরা হলেন- মো. আব্দুর রহিম বক্স (দুদু), মো. আকরাম সরদার ও আবু তাহের বাচ্চু মোল্লা।

সহ-সাধারণ সম্পাদক,যুগ্ন-সম্পাদক,প্রচার সম্পাদক,সাংগঠনিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, লাইন সম্পাদকসহ বিভিন্ন পদে মোট ৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনের প্রচার প্রচারণা প্রসঙ্গে সভাপতি পদপ্রার্থী মো. হালিম হাওলাদার বলেন, নির্বাচনের প্রচার প্রচারণা জমে উঠেছে। দিনরাত ভোটারদের দুয়ারে  দুয়ারে ঘুরছেন প্রার্থীরা। এছাড়া হ্যান্ডমাইকে প্রচারণা চালানো হচ্ছে।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ বাংলানিউজকে বলেন, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের বিগত নির্বাচনগুলোর সময়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। এবার সেটি হয়নি। কেননা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। ৬ সদস্য নির্বাচন পরিচালনা কমিটির ভাইস-চেয়ারম্যান করা হয়েছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানাকে। যে কারণে শান্তিপূর্ণভাবেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশা করি।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২১
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।