ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২১
সৈয়দপুরে প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শীতবস্ত্র বিতরণ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে প্রতিবন্ধীদের মধ্যে ২৫০ কম্বল বিতরণ করা হয়েছে।  

শুক্রবার (০৮ জানুয়ারি) বিকেলে সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে দুর্যোগ, ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ শীতবস্ত্র দেওয়া হয়।


 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের হাতে কম্বলগুলো তুলে দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মো. নাসিম আহমেদ।

এ সময় সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা (পিআইও) মো. আবু হাসনাত সরকার, প্রতিবন্ধী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পিআইও’র কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় পাঁচটি ইউনিয়ন কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বাঙালিপুর, বোতলাগাড়ী ও খাতামধুপুর এবং পৌরসভা এলাকার ২৫০ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে নতুন কম্বল বিতরণ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।