ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

র‍্যাবের অভিযানে ২৪ জুয়াড়ি আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
র‍্যাবের অভিযানে ২৪ জুয়াড়ি আটক 

ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ২৪ জুয়াড়িকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

শুক্রবার (০৮ জানুয়ারি) রাতে র‌্যাব-১০ এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বিষয়টি বাংলানিউকে নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন জামাল হোসেন মিঠুন (৪০), মো. লিখন (৩৫), মনির হোসেন (৪০), শাহ আলম (২৯), বাকিউল আলম সাজ্জাদ (৩৬), কালাম (৪০), সুমন সাহা (৩৯), মো. পারভেজ (২৬), মো. আকাশ (৩৬), আবুল হোসেন (৪৮), হালিম (৫০), রনি বেপারী (৩৩), মো. মন্টু হাওলাদার (৪২), সুলতান বেপারী (৪০), মাসুদ বেপারী (৩৮), আল আমিন (৫৭), মো. তুহিন (৪৫), মেহেদী হাসান (২৮), জয়নাল আবেদীন (৪৫), শেখ ফরিদ (৩৭), মান্নান (৫৮), মো. মোজাহার (৩৮), লিটন দত্ত (৪৫) ও নিখিল চন্দ্র (৪০)।

মেজর শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাতে র‌্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার নদীধারা আবাসিক এলাকায় অভিযান চালায়। অভিযানে জুয়া খেলা অবস্থায় ২৪ জন জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২১টি মোবাইল ফোন, ১২ প্যাকেট ও ৭০০ পিস কার্ড (তাস) ও ২৪ হাজার ৪৯২ টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, আসামিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন ধরে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিলেন। জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারিয়েছেন তাদের অনেকে। আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এমএমআই/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।