ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীজুড়ে তীব্র যানজট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
রাজধানীজুড়ে তীব্র যানজট সড়কে যানবাহনের চাপ। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ উদযাপন উপলক্ষে রোববার (১০ জানুয়ারি) ভোর থেকেই রাজধানীর বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। ফলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক নির্দেশনা অনুযায়ী রোববার রাজধানীর আর্মি স্টেডিয়াম থেকে বনানী, গুলশানের কয়েকটি সড়কসহ সম্পূর্ণ হাতিরঝিলে যান চলাচল বন্ধ থাকে।

দুপুরের পর পুনরায় সড়কগুলো যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এতেই হাতিরঝিলের চারপাশের এলাকায় সকাল থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ ও যাত্রীরা এই যানজটের মূল কারণ হিসেবে বলছেন হাতিরঝিল বন্ধ রাখার বিষয়টি। ঢাকার বুকে এই হাতিরঝিল এলাকায় যান চলাচল বন্ধ থাকলে এর আশপাশের এলাকায় যান চলাচল অনেকটা অচল হয়ে পড়ে।

ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়, সপ্তাহের প্রথম দিন আজ (রোববার) বলে সব এলাকার সড়কেই একটু যানবাহনের চাপ বেশি থাকে। তাই রাজধানীর বিভিন্ন সড়কেই কিছুটা যানজট দেখা যায়। তবে বেলা গড়িয়ে দুপুর হতে চলেছে ধীরে ধীরে যানজটের চাপ কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।

তারা আরও জানায়, হাতিরঝিলে অনুষ্ঠিত ম্যারাথন শুরু হয়েছে ভোরে। এর সঙ্গে আজকের যানজটের কোনো সম্পর্ক নেই।

নতুনবাজার থেকে আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট শাহেদ ইরশাদ জানান, হাতিরঝিলে ম্যারাথন শুরু হয়েছে। এজন্য হাতিরঝিলে যানবাহন চলাচল বন্ধ। সকাল ১১টার দিকে নতুনবাজার থেকে রামপুরা পর্যন্ত সড়কে তীব্র যানজট ছিল। তবে, রামপুরা পার হয়ে আবুলহোটেল পর্যন্ত যানবাহনের চাপ কিছুটা কমলেও মালিবাগ রেলগেট থেকে শুরু হয়ে মৌচাক ও মগবাজার এলাকায় তীব্র যানজট ছিল।

মহাখালী এলাকায় সড়কে যানজটে পড়ে থাকা যাত্রীরা বলছেন, অন্যান্য দিনের তুলনায় রোববার সড়কে যানজটের চাপ অনেক বেশি। মাসের অন্যান্য রোববারেও এত সময়ক্ষেপণ হয় না। কিন্তু আজ একটু বেশি সময় ধরেই সড়কের যানজটের কবলে পড়ে বসে থাকতে হচ্ছে।

বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত রুহুল আমিন বাংলানিউজকে বলেন, সাধারণত মোটরসাইকেলে যেকোনো জায়গায় যেতেই সময় কম লাগে। কিন্তু আজ সড়কে মোটরসাইকেল নিয়েও যানজটে পড়ে থাকতে হচ্ছে। আমি উত্তরা থেকে রওয়ানা হয়ে অফিসের কাজে যাচ্ছি। কিন্তু সড়কের প্রতিটি সিগন্যালে দাঁড়াতে হয়েছে অন্যান্য দিনের তুলনায় একটু বেশি সময়। এদিকে মহাখালী থেকে সাতরাস্তা এলাকার সড়কে তীব্র যানজট। এখনও অফিসে পৌঁছাতে পারিনি।

এদিকে রাজধানীর বনানী থেকে মহাখালী, সাতরাস্তা, মগবাজার এলাকার সড়কগুলোতে ছিল তীব্র যানজট। প্রতিদিনই যানবাহনের কিছুটা চাপ থাকে তেজগাঁও লিংক রোড, বেগুণবাড়িসহ তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ভেতরের সব গলিপথে। দীর্ঘসময় এসব এলাকায় যানবাহনের চালক ও যাত্রীদের অপেক্ষা করতে হয়। সড়কে আজ বেশি পরিমাণে গাড়ির চাপ থাকতে দেখা গেছে।

এ বিষয়ে ডিএমপির ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার মো. আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, রাজধানীর বিভিন্ন সড়কের সংস্কার কাজ চলছে।  তারা ছাড়া সপ্তাহের প্রথম দিন হওয়ায় সড়কগুলোতে যানবাহনের চাপ অন্যান্য দিনের তুলনায় একটু বেশি। তাই সড়কে আজ কিছুটা যানজট তৈরি হয়েছে। তবে হাতিরঝিলে ম্যারাথন অনুষ্ঠানের সঙ্গে আজকের যানজটের কোনো সম্পর্ক নেই। হাতিরঝিলের অনুষ্ঠান হয়েছে ভোরে, বেলা বাড়ার আগেই তা শেষ হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।