ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় রেজিস্ট্রি কার্যালয়ের নির্মাণ কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
নওগাঁয় রেজিস্ট্রি কার্যালয়ের নির্মাণ কাজের উদ্বোধন ছবি: বাংলানিউজ

নওগাঁ: গণপূর্ত অধিদপ্তর নওগাঁর বাস্তবায়নে ৫ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে জেলা রেজিস্ট্রি কার্যালয়ের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।  

রোববার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে প্রধান অতিথি হিসাবে ফলক উন্মোচন করে এর উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

 

এ সময় গণপূর্ত অধিদপ্তর নওগাঁর নির্বাহী প্রকৌশলী আল-মামুন হক, উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফ মাহমুদ, উপ-সহকারী প্রকৗশলী কাজেম উদ্দিন, ভবন নির্মাণ কাজের ঠিকাদার দেওয়ান ছেকার আহম্মেদ শিষান ও জেলা রেজিষ্ট্রারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।