ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে সাড়ে পাঁচ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
মুন্সিগঞ্জে সাড়ে পাঁচ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন  পাঁচ মাস পর মরদেহ উত্তোলন। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় সাড়ে ৫ মাস পর কবর থেকে তাহমিনা আক্তার ঝুমুর (৩২) নামে এ নারীর মরদেহ উত্তোলন করা হয়েছে। ঝুমুর শ্রীনগর উপজেলার সমষপুর গ্রামের জয়নাল খার মেয়ে।

 

রোববার (১০ জানুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস শিকদারের উপস্থিতিতে পশ্চিম কুমারভোগ কবরস্থান থেকে লৌহজং থানা পুলিশ মরদেহটি উত্তোলন করে। পরে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন জানান, গত মাসে মামলাটি আদালত থেকে থানায় পাঠানো হয়। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহত তাহমিনা আক্তার ঝুমুরের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের লৌহজংয়ের মেদিনী মণ্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু নাছের লিমনের (৪৫) বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগে আদালতে মামলা হয়। মামলায় অপর আসামি করা হয়েছে শিক্ষক লিমনের পরকীয়া প্রেমিকা দিলরুবা আক্তারকে। মামলা দায়েরের পর থেকে শিক্ষক লিমন পলাতক রয়েছেন। তাদের সংসারে ১৪ ও ৭ বছরের দুইটি সন্তান (ছেলে) আছে।  

গত ৫-৬ বছর আগে দিলরুবা আক্তার নামে এক নারীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন শিক্ষক লিমন। তাদের এ অবৈধ সম্পর্ক জানাজানি হলে স্ত্রী তাহমিনা বিষয়টি তার কাছে জানতে চায়লে তাকে প্রায়ই মারধরসহ নানাভাবে অত্যাচার করতো লিমন। গত ২৪ জুলাই লিমন তার পরকীয়া প্রেমিকা দিলরুবাকে নিয়ে তার বাড়িতে যায়। এ সময় স্ত্রী তাহমিনা দিলরুবাকে বাড়ি থেকে চলে যেতে বললে লিমন ও দিলরুবা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা তাহমিনার গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। এর পর কাউকে কিছু না জানিয়ে অজ্ঞাতনামা ৫/৬ জন লোক নিয়ে রাত আড়াইটার দিকে পশ্চিম কুমারভোগ কবরস্থানে দাফন করে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।