ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

গাজীপুর: গাজীপুর জেলা শহরের জয়দেবপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৪২) এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১০ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, সকালে জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনে কমিউটার ট্রেন ঢোকার সময় গেটম্যান গেট ফেলে। এ সময় অজ্ঞাতপরিচয় ওই নারী গেট উপেক্ষা করে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১ 
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।