ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নান্দাইলে ৭০০ পরিবারের মধ্যে কম্বল বিতরণ  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
নান্দাইলে ৭০০ পরিবারের মধ্যে কম্বল বিতরণ
 

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ৭০০ শীতার্ত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেছে ‘আমরা চরবেতাগৈর ইউনিয়নবাসী’ নামে একটি ফেসবুক গ্রুপ।
 
শনিবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার ১৩ নম্বর চরবেতাগৈর ইউনিয়নের আনোয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে চর বেতাগৈর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের শীতার্ত এসব পরিবারের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।


 
এ সময় উপস্থিত ছিলেন বায়োকন বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মো. আলাউদ্দিন আকন্দ নাজিম, মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফরিদ আহমেদ শাহীন, ১৩ নম্বর চরবেতাগৈর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন সরকার,  জনতা ব্যাংকের  প্রিন্সিপাল অফিসার শামীম আল মামুন, ব্যবসায়ী আবু আক্তার ফকির দুলাল, দৈনিক সমকালের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ হুমায়ুন কবীর, ‘আমরা চরবেতাগৈর ইউনিয়নবাসী ফেসবুক গ্রুপের’ অ্যাডমিন শফিকুল ইসলাম শাহিন, আবুল খায়ের গ্রুপের সিনিয়র অফিসার হারুন অর রশিদ,  অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সাদেক, বখতিয়ার খিলজী,   জনতা ব্যাংকের সিনিয়র অফিসার মো. সাজ্জাদ হোসেন সজিব, জালাল উদ্দিন মাস্টার, আবুল কালাম আজাদ, আবুল খায়ের আকন্দ, আবদুল সালাম শিকদার খোকন, মিজানুর রহমান মাস্টার, আওয়াল আহমেদসহ অনেকে।
 
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপে শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালে ব্যাপক সাড়া জাগে। প্রবাসীসহ এলাকার চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিত্তবানরা এগিয়ে আসেন। সবার সহযোগিতায় ৭০০ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করতে পেরে ফেসবুক গ্রুপটির কর্তৃপক্ষ নিজেদের ধন্য মনে করছে। করোনা পরিস্থিতিতে অসহায় শীতার্তদের পাশে দাঁড়াতে সবার এগিয়ে আসারও আহ্বান জানান তারা।
 
ভার্চ্যুয়াল প্লাটফর্মের মাধ্যমে ১৩ নম্বর চরবেতাগৈর ইউপির শীতার্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য শ্রম, মেধা, উৎসাহ-উদ্দীপনা দিয়ে অনুপ্রাণিত করেছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।