ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চিতলমারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
চিতলমারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা ...

বাগেরহাট: বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদ সরদারের বিরুদ্ধে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) বিকেলে বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুন্যাল-১ এর আদালতে ভিকটিমের বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

 

মামলায় মাসুদের সহযোগী হিসেবে চিতলমারীর বড়গুনী এলাকার আইউব সরদারের ছেলে ছবির সরদারকেও আসামি করা হয়েছে।

শিক্ষার্থীর বাবার আবেদন আমলে নিয়ে বাগেরহাট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ১৫ কার্যদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেষ দিয়েছেন আদালতের বিচারক এসএম সাইফুল ইসলাম।

মামলায় বাদী উল্লেখ করেন, শনিবার (০৯ জানুয়ারি) রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ওই স্কুল শিক্ষার্থী ঘরের বাইরে বের হয়। সে সময় আগে থেকেই ওৎ পেতে থাকা চেয়ারম্যান মাসুদ সরদার, একই এলাকার ছবির সরদারসহ আরও দুই-তিনজন ওই শিক্ষার্থীকে ধরে সুপারি গাছের বাগানের মধ্যে নিয়ে দিয়ে ধর্ষণচেষ্টা করেন। সে সময় মেয়েটির চিৎকারে পরিবারের লোকজনসহ স্থানীয়রা ছুটে এলে চেয়ারম্যান ও তার লোকজন পালিয়ে যান।

বাদী আরও জানান, দুই-তিন মাস আগে থেকে চেয়ারম্যান মাসুদ তার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করেছিলেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে জানালেও কোনো প্রতিকার পাননি।  
অভিযুক্ত চেয়ারম্যান মাসুদ সরদার বাংলানিউজকে জানান, এসব কোনো ঘটনার সঙ্গে তিনি জড়িত নয়। সামনে আসন্ন ইউপি নির্বাচন হওয়ায় তাকে সামাজিকভাবে হেয় প্র্রতিপন্ন করার জন্য এসব অপপ্রচার চালাচ্ছে প্রতিপক্ষরা।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।