ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় মাটির নিচে মিললো ৩৪০ রাউন্ড গুলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
আখাউড়ায় মাটির নিচে মিললো ৩৪০ রাউন্ড গুলি মাটির নিচ থেকে পাওয়া গুলি ও খোসাগুলো। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে কলোনি এলাকায় মাটির নিচে মিললো ৩৪০ রাউন্ড বন্দুকের গুলি।  

সোমবার (১১ জানুয়ারি) বিকেলে গুলিগুলো পাওয়া যায়।

স্থানীয়রা জানান, আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণসহ রেলওয়ের উন্নয়ন কাজ চলছে। বিকেলে আখাউড়া রেলওয়ে কলোনি এলাকায় মাটি খনন কাজের সময় শক্ত একটি মাটির চাকা পাওয়া যায়। পরে কৌতুহলবশত সেটি ভাঙা হলে গুলি দেখা যায়। পরে সেখান থেকে ৩৪০ রাউন্ড বন্দুকের গুলি ও কয়েকশ গুলির খোসা পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বাংলানিউজকে জানান, মাটির নিচ থেকে গুলি ও খোসাগুলো থানায় নিয়ে আসা হয়েছে। এগুলো মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।