ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেট বিভাগের নবগঠিত ত্রিপুরা কমিটির সভা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
সিলেট বিভাগের নবগঠিত ত্রিপুরা কমিটির সভা

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃহত্তর সিলেট বিভাগের ১৬টি ত্রিপুরা গ্রামের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এবং নবগঠিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (১১ জানুয়ারি) দুপুরে বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার বসবাসরত ত্রিপুরা জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে শহরের একটি হলরুমে সভায় সাতছড়ি ত্রিপুরা গ্রামের হেডম্যান চিত্তরঞ্জন দেববর্মার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক জলি পাল।

 
 
এ সময় বক্তব্য রাখেন সভার আহ্বায়ক জনক দেববর্মা ও সুমন দেববর্মা, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের মহাসচিব ফিলা পতমী, বাংলাদেশ আদিবাসী ফোরাম শ্রীমঙ্গল উপজেলা কমিটির সভাপতি পংকজ কন্দ, ডলুছড়া ত্রিপুরা গ্রামের নারীনেত্রী মায়া রানী দেববর্মা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক সজিব দেববর্মা, ক্ষীরোদ দেববর্মা, যুবরাজ দেববর্মা প্রমুখ।
 
এ সময় ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সদস্য ও বিভিন্ন ত্রিপুরা গ্রামের হেডম্যানরা উপস্থিত ছিলেন। সভায় প্রতিনিধিরা সিলেট বিভাগের ত্রিপুরা জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যার কথা সভায় তুলে ধরেন।
 
এরপর জনক দেববর্মাকে সভাপতি এবং সুমন দেববর্মাকে সম্পাদক হিসেবে নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটি শপথগ্রহণে অংশ নেওয়ার পর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।  
 
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।