ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে বাল্যবিয়ে বন্ধে যুব সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
কুড়িগ্রামে বাল্যবিয়ে বন্ধে যুব সমাবেশ ...

কুড়িগ্রাম: শিশু সুরক্ষা নিশ্চিতকরণের মধ্য দিয়ে বাল্যবিয়ে বন্ধে কুড়িগ্রামে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) আরডিআরএস চত্বরে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. কাজিউল ইসলাম।  
আরডিআরএস এর প্রোগ্রাম ম্যানেজার তপন কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সিনিয়র সাংবাদিক সফি খান, কুড়িগ্রাম সনাকের সভাপতি রওশন আরা চৌধুরী, প্লান ইন্টারন্যাশনালের প্রকল্প ম্যানেজার মো. নজরুল ইসলাম, বিবিএফজি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।  

আরডিআরএস বাংলাদেশের বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের আয়োজনে জেলার ৩টি পৌরসভাসহ ৭৩টি ইউনিয়নে বাল্যবিয়ে প্রতিরোধে গঠিত যুব ফোরামের সদস্যরা পর্যায়ক্রমে এই সমাবেশে অংশ নেবেন।

সমাবেশে বাল্য বিয়ে বন্ধে যুব সাংবাদিকতার মাধ্যমে জেলার শিশু সুরক্ষা নিশ্চিতকরণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এফইএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।