ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘মিজানুর রহমানের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
‘মিজানুর রহমানের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’

ঢাকা: দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও লেখক মিজানুর রহমান খানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আইন, আদালত, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল' রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।

সোমবার (১১ জানুয়ারি) এক বার্তায় সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মাশহুদুল হক ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় তারা বলেন, আইন-আদালত ও সংবিধান নিয়ে মিজানুর রহমান খান যেভাবে লেখালেখি করে গেছেন সমসাময়িক সময়ে তা বিরল। আইন বিষয়ে তার কলাম সর্বত্র সমাদৃত হয়েছে। তিনি আজীবন আইনের শাসন, গণতন্ত্র ও বিচার বিভাগ সমুন্নত রাখার পক্ষে লেখালেখি করেছেন। বিভিন্ন সময়ে তার লেখা আদালত অঙ্গনকেও ইতিবাচকভাবে প্রভাবিত করেছে। মিজানুর রহমান খানের মৃত্যুতে আইন অঙ্গনে এক বিরাট শূন্যতার সৃষ্টি হলো, যা সহজে পূরণ হওয়ার নয়।  

তারা প্রয়াত এ সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

সাংবাদিক মিজানুর রহমান খান সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।  

সাংবাদিক মিজানুর রহমান খানের প্রথম জানাজা সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ও বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে।

গত বছরের গত ২৭ নভেম্বর মিজানুর রহমান খান করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা নেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১০ ডিসেম্বর তাকে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।