ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজার পৌর নির্বাচন

সূচনাকালীন গণসংযোগে এগিয়ে আ.লীগ প্রার্থী ফজলুর

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
সূচনাকালীন গণসংযোগে এগিয়ে আ.লীগ প্রার্থী ফজলুর নির্বাচনী প্রচারণায় নীলপাঞ্জাবী-কটি পরিহিত আ.লীগ প্রার্থী ফজলুর। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: ৩০ জানুয়ারি তৃতীয় ধাপের অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে মৌলভীবাজার পৌরসভায় প্রতীক বরাদ্দ পেয়েই সূচনাকালীন গণসংযোগে এগিয়ে আছেন ক্ষমতাসীন আওয়ামীলীগের দলীয় মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আলহাজ্ব ফজলুর রহমান। তিনি নৌকা প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন।

সোমবার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের চৌমুহনা এলাকা থেকে কয়েকশ দলীয় নেতাকর্মী সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী গণসংযোগ শুরু করেন তিনি। এরপর শহরের পুরাতন হাসপাতাল সড়কের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আসন্ন পৌর নির্বাচনে নৌকা প্রতীকে পুনরায় মেয়র পদে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তিনি। এর আগে সকালে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মেয়র পদে দলীয় নৌকা প্রতীক সংগ্রহ করেন তিনি।

মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী বিএনপির মেয়র প্রার্থী মো. অলিউর রহমান সকাল ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে দলীয় ধানের শীষ প্রতীক সংগ্রহ করেন। তবে প্রতীক বরাদ্দ পেলেও বিএনপি দলীয় মেয়র প্রার্থী অলিউর রহমান এ রিপোর্ট লেখা পর্যন্ত নির্বাচনী গণসংযোগ শুরু করেননি।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় শহরের পুরাতন হাসপাতাল সড়কে বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করবেন সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি নাসের রহমান। এর পরই শুরু হবে বিএনপি প্রার্থীর নির্বাচনী গণসংযোগের আনুষ্ঠানিকতা।

এদিকে, গত রোববার মেয়র পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল দলীয় মেয়র প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাইফুর রহমান বাবুল নির্বাচন থেকে সরে যাওয়ার কারণে আওয়ামী লীগ বনাম বিএনপি এই দুই দলের মেয়র প্রার্থীর মধ্যেই মূলত এখন নির্বাচনী লড়াই হবে বলে ভোটাদের ধারণা।

বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, ১২ জানুয়ারি, ২০২১
বিবিবি/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।