ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কলারোয়ায় জমি সংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
কলারোয়ায় জমি সংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আমজাদ হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের মাঠপাড়া মাছিনগরে এ ঘটনা ঘটে।

নিহত আমজাদ হোসেন ওই গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

আটক ব্যক্তিরা হলেন একই গ্রামের মৃত শাখাওয়াত হোসেনের ছেলে আনসার আলী, তার স্ত্রী ফুলমতি, তাদের ছোট ছেলে দেলওয়ারের (প্রবাসী) স্ত্রী রিক্তা ও সেজো ছেলে শাহ আলমের (প্রবাসী) স্ত্রী সায়মা।

পারিবারিক সূত্র জানায়, আমজাদ হোসেনের সঙ্গে জমিজমা নিয়ে তার চাচাতো ভাই আনসার আলীর বিরোধ চলছিল। বিবদমান জমি নিয়ে আদালত ১৪৫ ধারা জারি করেন। মঙ্গলবার সকালে আমজাদ হোসেন ওই জমির আইল কাটার সময় আনসার আলী গিয়ে বাধা দেন। এসময় আমজাদ হোসেন ও আনসার আলীর পরিবারের সদস্যরা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আনসার আলী পাশে থাকা বাঁশ নিয়ে আমজাদ হোসেনের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আফজাল জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আনসার আলী এবং তার স্ত্রী ও দুই পুত্রবধূকে আটক করেছে। মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।