ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বহুমুখী সমস্যা সমাধানের দাবিতে বরিশালে শিক্ষকদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
বহুমুখী সমস্যা সমাধানের দাবিতে বরিশালে শিক্ষকদের মানববন্ধন

বরিশাল: শিক্ষা জাতীয়করণ, শিক্ষক-কর্মচারীদের চাকরির নিরাপত্তা এবং শিক্ষাক্ষেত্রে বিরাজমান বহুমুখী সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখা।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় নগরের প্রাণকেন্দ্র সদররোডে এ কর্মসূচি পালন করা হয়।

শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক, দাশ গুপ্ত আশিষ কুমারসহ বিভিন্ন শিক্ষক-শিক্ষিকারা।

মানববন্ধন শেষে শিক্ষক সমাজ তাদের দাবি আদায়ের লক্ষ্যে নগরীতে একটি বিক্ষোভ মিছিল করে। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি দেয়।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।