ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

একটু খেজুরের রসে চিনি আর চুন মেশালেই হয়ে যাচ্ছে খাঁটি গুড়!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
একটু খেজুরের রসে চিনি আর চুন মেশালেই হয়ে যাচ্ছে খাঁটি গুড়!

মানিকগঞ্জ: দুই হাঁড়ি রসে চার কেজি চিনি আর কয়েক গ্রাম চুন মিশিয়ে জ্বাল দিয়ে তৈরি করা হচ্ছে ‘খাঁটি খেজুরের গুড়’। এভাবেই খাঁটি গুড় বলে ভেজাল গুড় বিক্রি করে আসছিলেন  মানিকগঞ্জে হরিরামপুর উপজেলায় বাল্লা ইউনিয়নের সরদার পাড়ার কয়েকজন কারিগর।

খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে চারজনকে মোট ২৪ হাজার পাঁচশ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  

ইউএনও বাংলানিউজকে জানান, সরদার পাড়ার অসাধু ব্যবসায়ীরা খেজুরের রসের সঙ্গে চিনি আর চুন মিশিয়ে গুড় তৈরি করে আসছিলেন- এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার এ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় সরদার পাড়ার লাল খাঁকে ১০ হাজার টাকা, হাবিবুর রহমানকে পাঁচ হাজার টাকা, আকেজ উদ্দিনকে পাঁচ হাজার টাকা ও বাল্লা গ্রামের রেহেনা বেগমকে সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এসময় কিছু ভেজাল গুড় ও পাঁচ হাড়ি চিনি মিশ্রিত খেজুরের রস নষ্ট করা হয়েছে। খাদ্যে ভেজাল রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।