ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টেকনাফে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
টেকনাফে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিজি। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে বিজিবির পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বাংলানিউজকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির সদস্যরা হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ও ওয়াব্রাং এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে।

অভিযানে হ্নীলার ওয়াব্রাং এলাকা থেকে ৪৫ হাজার পিস ইয়াবা এবং দমদমিয়া এলাকা থেকে ২ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজার প্রায় ৯ কোটি ষাট লাখ টাকা।

লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এসবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।