ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাটোরে শিশুকে বলাৎকার, হাসপাতালে ভর্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
নাটোরে শিশুকে বলাৎকার, হাসপাতালে ভর্তি প্রতীকী ছবি

নাটোর: নাটোরে ৭ বছরের এক শিশুকে বলাৎকার করছে এক বখাটে কিশোর। ঘটনার পর তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতিত শিশুর পরিবারের বরাত দিয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা বাংলানিউজকে জানান, মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে নাটোর শহরতলীর বনবেলঘড়িয়া বাইপাস এলাকার রিকশাচালকের ছেলে বাড়ির পাশের বাগানে খেলা করছিল। এসময় জিতু নামে একই এলাকার এক কিশোর (১৭) শিশুটির মুখ চেপে জঙ্গলে নিয়ে বলাৎকার করে। এতে ওই শিশুটি জ্ঞান হারিয়ে ফেললে পালিয়ে যায় জিতু।

জ্ঞান ফেরার পর কাঁদতে কাঁদতে কোনমতে শিশুটি বাড়ি ফিরে তার মায়ের কাছে ঘটনা খুলে বললে চিকিৎসার জন্য বিকেলে তাকে হাসপাতালে নেওয়া হয়।  

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে অভিযুক্তকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।