ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ৫ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
মুন্সিগঞ্জে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ৫ 

মুন্সিগঞ্জ: মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে আটক করেছে মুন্সিগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এসময় উদ্ধার করা হয়েছে চুরি হওয়া চারটি মোটরসাইকেল।

 

এছাড়া পৃথক আরেকটি অভিযানে ২৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।  

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে ডিবি পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।  

ডিবি পুলিশ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, সদর উপজেলার মাকহাটি পশ্চিমপাড়া দেওয়ানকান্দি এলাকায় অভিযান চালিয়ে আলামিন বেপারিকে (২১) দু’টি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। আটক আলামিন টংগিবাড়ী উপজেলার পুরা বাজার গ্রামের মৃত আবু তালেব বেপারির ছেলে। এছাড়া রামপাল কালিন্দীপাড়ায় অভিযান চালিয়ে অনিক শেখ (২৪), মো. আরিফুর রহমান যুবরাজকে (২৪) ও মোহাম্মদ রাজন মোল্লাকে (২০) আটক করা হয়। তাদের কাছ থেকে দু’টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটক অনিক টংগিবাড়ী উপজেলার রাউথবুক গ্রামের হাসু শেখের ছেলে, আটক আরিফুল রামপাল কালিন্দীপাড়ার আব্দুল কুদ্দুস শিকদারের ছেলে ও আটক রাজন মোল্লা সিপাহিপারা এলাকার ফরহাদ হোসেনের বাড়ির ভাড়াটিয়া।  

অন্যদিকে, সদরের কদমতলী এলাকায় অভিযান চালিয়ে রুবেল হাওলাদার (৩১) নামে এক ব্যক্তিকে ২০ পিস ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ।  

মুন্সিগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক মামুন জানান, পৃথক কয়েকটি স্থানে অভিযান চালিয়ে চারজনকে চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। এছাড়া এক ব্যক্তিকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। আটক সবার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ইয়াবাসহ আটক রুবেলের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা এবং হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। আসামি অনিক ও আলামিনের বিরুদ্ধেও একাধিক মামলা আছে। তারা সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সদস্য বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।