ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আরইবির চেয়ারম্যান, মেরিটাইম অ্যাফেয়ার্স প্রধানের মেয়াদ বাড়লো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
আরইবির চেয়ারম্যান, মেরিটাইম অ্যাফেয়ার্স প্রধানের মেয়াদ বাড়লো

ঢাকা: পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিনের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার।

মঙ্গলবার (১২ জানুয়ারি) তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, আগামী ১০ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে তার এ মেয়াদ বাড়ার আদেশ কার্যকর হবে। এ নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

মঈন উদ্দিন ২০১৮ সালের ১০ জানুয়ারি আরইবির চেয়ারম্যান পদে চুক্তিতে নিয়োগ পান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান পদে রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলমের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও দুই বছর বেড়েছে।

সচিব পদমর্যাদায় তাকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। আগামী ২০ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে তার এ মেয়াদ বাড়ার আদেশ কার্যকর হবে।

খোরশেদ আলম প্রথম ২০১৮ সালের ১১ জানুয়ারি মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান হিসেবে চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।