ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
কুষ্টিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া: নিখোঁজের দু'দিন পর কুষ্টিয়ার কুমারখালীতে আবর্জনার স্তুপ থেকে রেশমা খাতুন নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হুগলা গ্রামের নিজ বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, এক বছর আগে কুমারখালীর তেবাড়িয়া গ্রামের রেফাজের মেয়ে রেশমার সঙ্গে হুগলা গ্রামের ওহাবের ছেলে সুমনের বিয়ে হয়। সুমন মাদকাসক্ত থাকায় বিয়ের পর থেকে চলতে থাকে পারিবারিক কলহ। গত পরশু রাতে পারিবারিক কলহের পর থেকে রেশমা নিখোঁজ হন। শনিবার দুপুরে বাড়ির পাশে দুর্গন্ধের উৎস খুঁজতে খড়ের আবর্জনা সরালে রেশমার মরদেহ দেখতে পাওয়া যায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তার মরদেহটি উদ্ধার করে।

রেশমার পরিবারের সদস্যদের দাবি মাদকাসক্ত স্বামী তাকে নির্যাতন করে হত্যার পর মরদেহ আবর্জনার স্তুপের নিচে চাপা দিয়ে রাখে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে জানান, নিহতের স্বামী পলাতক রয়েছে তাকে ধরতে জোর চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।