ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

মুশতাকের মৃত্যুর প্রতিবাদে এবার খাটিয়া মিছিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৫, ফেব্রুয়ারি ২৭, ২০২১
মুশতাকের মৃত্যুর প্রতিবাদে এবার খাটিয়া মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়: ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কারাগারে আটক থাকা অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে এবার খাটিয়া মিছিল করেছে মৌলিক বাংলা নামে একটি সংগঠন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় টিএসসি চত্বরের রাজু ভাস্কর্য পাদদেশ থেকে খাটিয়া মিছিলটি শুরু হয়।

যা শাহবাগ এলাকা ঘুরে ফের রাজু ভাস্কর্য এলাকায় এসে শেষ হয়। বাংলাদেশের জনগণ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন আবু মুস্তাফিজ।

কর্মসূচি শেষে আবু মুস্তাফিজ বাংলানিউজকে বলেন,  সব গ্রেফতার, গুম, খুন অন্যায়-জুলুম নিপীড়নের বিরুদ্ধে আমরা এ খাটিয়া মিছিল করেছি। কারণ বাংলাদেশটাই আজ লাশ হয়ে আছে। জনগণের পক্ষ থেকে আমরা এ কর্মসূচি দিয়েছি। প্রতিবাদ করেছি। এ মিছিলে আসার জন্য খুলনা পাটকল আন্দোলনের সংগঠক রুহুল আমিন বের হলে তাকে ডিবি পুলিশ আটক করে মামলা দিয়েছে। আমরা এসব ঘটনার প্রতিবাদ জানাই।

মিছিলে উপস্থিত ছিলেন মৌলিক বাংলার আহ্বায়ক রাসেল আহমদ ও সভাপতি ফরিদ আহমদ প্রমুখ।

কালেমা পড়তে পড়তে খাটিয়া মিছিলটি শাহবাগের দিকে এগিয়ে যেতে থাকে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা ফেব্রুয়ারি ২৭, ২০২১
এসকেবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।