ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পুঁতে ফেলা তিমি আবারও ভেসে উঠেছে সৈকতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, মে ২, ২০২১
পুঁতে ফেলা তিমি আবারও ভেসে উঠেছে সৈকতে

কক্সবাজার: কক্সবাজারের সমুদ্র সৈকতের হিমছড়ি এলাকায় পুঁতে ফেলা তিমি আবারও ভেসে উঠেছে।

রোববার (০২ মে) বিকেলে জোয়ারের তোড়ে বালি সরে পড়ায় তিমিটি ভেসে উঠে।

তবে সৈকতে আরও একটি মৃত তিমি ভেসে এসেছে বলে খবর ছড়িয়ে পড়ে। এরপর এ নিয়ে বিভ্রান্তি দেখা দেয়।  
 
কক্সবাজার বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, আরও একটি তিমি ভেসে আসার খবর পেয়ে বনর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়। এরপর দেখা যায়, আগে পুঁতে ফেলা তিমিই ভেসে উঠেছে।

কক্সবাজার সামুদ্রিক মৎস্য গবেষণা ইনস্টিটিউটের জৈষ্ঠ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশরাফুল হক জানান, জোয়ারের তোড়ে বালি সরে গিয়ে তিমিটি ভেসে উঠেছে। এটি আবারও পুঁতে ফেলা হচ্ছে।

প্রসঙ্গত, গত ৯-১০ এপ্রিল হিমছড়ি সমুদ্র সৈকতের দুটি বিশালকার মৃত তিমি ভেসে আসে। দুই তিমিই সৈকতের বালুচরে পুঁতে ফেলা হয়।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ০২, ২০২১
এসবি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।