ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, মে ২, ২০২১
‘গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি’ জিএম কাদের এমপি।

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি গণমাধ্যম কর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার (২ মে) ওয়ার্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, গেলো এক বছরে বিশ্ব মুক্ত গণমাধ্যম সুচকে বাংলাদেশ একধাপ পিছিয়েছে, যা হতাশাব্যঞ্জক। রিপোর্টার্স উইদাউট বর্ডার (আরএসএফ) ১৮০টি দেশের ওপর বিভিন্ন সূচক বিশ্লেষণ করে যে রিপোর্ট প্রকাশ করে তাতে বাংলাদেশের অবস্থান ১৫১ থেকে ১৫২ তে অবনতি হয়েছে।

তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

বিবৃতিতে তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশে গণমাধ্যম কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। আবার মহামারি করোনাকালে বাংলাদেশে গণমাধ্যমের অনেক কর্মী বেকার হয়েছেন এটা মেনে নেওয়া যায় না। বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা, পেশাগত ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, মে ২, ২০২১
এসএমএকে/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।