ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৌদি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, মে ২, ২০২১
সৌদি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস

ঢাকা: সৌদি আরবে রিয়াদ দূতাবাসের ছবি ব্যবহারের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করা হচ্ছে। এই ধরনের বিজ্ঞাপন থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহবান জানানো হয়েছে।

 

রোববার (২ মে) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এই আহ্বান জানায়।

দূতাবাস জানায়, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন পত্রিকার ওয়েবসাইট ও বিভিন্ন জনপ্রিয় সাইটে 'সুচতুর বাঙালি শর্টকার্ট' নামক একটি বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে বলে দূতাবাসের গোচরীভূত হয়েছে। এ বিজ্ঞাপনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদেরকে প্রতারিত করার উদ্দেশ্যে দূতাবাসের ছবি ব্যবহার করা হচ্ছে।

রিয়াদ দূতাবাস জানায়, এ ধরনের বিজ্ঞাপনের সঙ্গে দূতাবাসের কোনো সংশ্লিষ্টতা নেই। সৌদি আরব প্রবাসী সকল বাংলাদেশি অভিবাসীদের এ ধরনের বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে কোনোপ্রকার আর্থিক লেনদেন না করার জন্য দূতাবাসের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, মে ২, ২০২১
টিআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।