ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে কাস্টমস কর্মকর্তার অনিয়ম-দুর্নীতিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, মে ২, ২০২১
ফেনীতে কাস্টমস কর্মকর্তার অনিয়ম-দুর্নীতিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা 

ফেনী: ফেনী সদর সার্কেল কাস্টমস কর্মকর্তা মো. কামরুজ্জামানের অনিয়ম-দুর্নীতি, হয়রানি ও ঘুষ বাণিজ্যের প্রতিবাদে ফেনীর ব্যবসায়ী সংগঠনগুলোর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (০২ মে) দুপুরে শহরের বেস্ট ইন হোটেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফেনী জেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি মো. জাফর উদ্দিন।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী জেলা জুয়েলার্স মালিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন খোকন, ফেনী জেলা কমিউনিটি মালিক সমিতির সাধারণ সম্পাদক কেবিএম জাহাঙ্গীর আলম প্রমুখ।

লিখিত বক্তব্যে ফেনী জেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি মো. জাফর উদ্দিন বলেন, 'ফেনীর  সাধারণ ব্যবসায়ীরা অত্যন্ত বেদনার সঙ্গে মিডিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট মহলকে জানাতে চায় যে,  সরকারি নির্দেশনা মেনে ব্যবসায়ীরা আয়কর, ভ্যাট ও যাবতীয় কর নিয়মিত পরিশোধ করে আসছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষিত মিশন ও ভিশন পূরণের লক্ষ্যে বেসরকারি পর্যায় থেকে আমরা সরকারকে অব্যাহত সহায়তা করে চলেছি।  

কিন্তু দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, ফেনীর সদর সার্কেল কাস্টমস কর্মকর্তা মো. কামরুজ্জামান’র অসৌজন্যমূলক আচরণ, অনৈতিক চাপ প্রয়োগ, ব্যবসায়ীদের তুচ্ছ্য-তাচ্ছিল্য করাসহ বিভিন্নভাবে ব্যবসায়ীদের হয়রানি করে আসছেন। তিনি বিভিন্ন উছিলায় উর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রায় সময় ব্যবসায়ীদের কাছে উপঢৌকন দাবী করেন। বিয়ে- জন্মদিন, বিবাহ বার্ষিকীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দিবসে অনৈতিকভাবে টাকার জন্য ব্যসায়ীদের চাপ প্রয়োগ করে আসছেন।  

ফেনীর ব্যবসায়ীগণ তার এসব অন্যায়-অবিচার মুখ বুঝে সহ্য করে আসায় তিনি আরও বেপরোয়া হয়ে উঠেন। তার হয়রানি, অনিয়ম-দুর্নীতি, ভয়ভীতি প্রদর্শন ও অনৈতিক চাপ প্রয়োগে ব্যবসায়ীরা অতিষ্ঠ। ফলে আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দুর্নীতিপরায়ণ কর্মকর্তা মো. কামরুজ্জামানের বিরুদ্ধে মুখ খুলতে ফেনীর ব্যবসায়ীরা বাধ্য হয়েছে।  
 
লিখিত বক্তব্যে মো. জাফর উদ্দিন প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী এমপি, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ফেনীর ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা করার সুবিধার্থে এবং সরকারের রাজস্ব খাতকে আরো গতিশীল করার লক্ষ্যে অসাধু কাস্টমস কর্মকর্তা মো. কামরুজ্জামানকে ফেনী থেকে শাস্তিমূলক বদলি করার বিকল্প নাই। তিনি ফেনীতে থাকলে সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হবে তেমনি ফেনীর ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্থ হবে। পাশাপাশি ঘুষ-দুর্নীতির মাধ্যমে সরকারের বদনাম ছড়াবে।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ফেনী চেম্বার অব কমার্স, ফেনী জেলা জুয়েলার্স মালিক সমিতি, ফেনী শহর ব্যবসায়ী সমিতি, ফেনী জেলা হার্ডওয়্যার মালিক সমিতি, ফেনী জেলা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি, ফেনী জেলা ব্র্রিক ফিল্ড মালিক সমিতি, ফেনী জেলা থাই অ্যালুমিনিয়াম মালিক সমিতি, ফেনী জেলা কমিউনিটি সেন্টার মালিক সমিতি, ফেনী জেলা সুইটস এন্ড বেকারী মালিক সমিতি, ফেনী জেলা করাত কল ও ফার্ণিচার মালিক সমিতির নেতৃবৃন্দ।

 বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, মে ০২, ২০২১ 
এসএইচডি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।