ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেপরোয়া গতি, প্রাণ গেল ২ বাইকারের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
বেপরোয়া গতি, প্রাণ গেল ২ বাইকারের

সিরাজগঞ্জ: বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন দুই বাইকার।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় এ দুর্ঘটনা  ঘটে।

 

নিহতরা হলেন-চট্টগ্রাম জেলা আবদুল্লাহ আল মুকিম (৩০) ও পাবনা জেলার মেহেদী হাসান গালিব (২৮)।  

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, আবদুল্লাহ আল মুকিম ও মেহেদী একটি মোটরসাইকেলে করে ঢাকা থেকে পাবনার দিকে যাচ্ছিলেন। তাদের সঙ্গে আরো পাঁচ-ছয়টি মোটরসাইকেলে কয়েকজন তরুণ ছিলেন। তাদের সবাই বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। বাকিরা চলে গেলেও পথে সীমান্তবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আবদুল্লাহ আল মুকিম ও মেহেদী ঢাকাগামী একটি বাসের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় আব্দুল্লাহ আল মুকিমের। এসময় গুরুতর আহত হন মেহেদী। এ অবস্থায় মেহেদীকে হাসপাতালে নিলে তিনিও মারা যান। বাসটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।