ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে অস্ত্র-গুলিসহ পিসিজেএসএস’র কালেক্টর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
রাঙামাটিতে অস্ত্র-গুলিসহ পিসিজেএসএস’র কালেক্টর আটক

রাঙামাটি: রাঙামাটি সদরে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সন্তু গ্রুপের কালেক্টর পুনেন্টু চাকমাকে (৩৫) আটক করেছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

ওসি কবির হোসেন বলেন, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাঙামাটি সদরের দুর্গম উলুছড়ি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পিসিজেএসএস’র কালেক্টর পুনেন্টু চাকমাকে তার বাড়ি থেকে আটক করে নিরাপত্তা বাহিনী। এসময় তার বাড়ি তল্লাশি চালিয়ে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার আটক ব্যক্তিকে কোতায়ালী থানায় হস্তান্তর করেছে নিরাপত্তাবাহিনী। আটক ব্যক্তি জেলার জুরাছড়ি উপজেলার ধামাইপাড়া এলাকার ধন মোহন চাকমার ছেলে।

ওসি আরও বলেন, পুনেন্টু চাকমা উলুছড়ি গ্রামে দীর্ঘদিন ধরে পিসিজেএসএস’র কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। অবৈধভাবে অস্ত্র রাখার দায়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ